বিপিএলে সবচেয়ে কম ম্যাচ খেলেও শীর্ষে কুমিল্লা; দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

|

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর অষ্টম আসরে সবচেয়ে কম ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। আর টেবিলের তলানিতে অবস্থান সিলেট রয়্যালসের।

সোমবার (৩১ জানুয়ারি) মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনাকে হারিয়ে ঢাকাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে উঠে গেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশাল। টেবিলের শীর্ষ তিন দলেরই অর্জন সমান ৬ পয়েন্ট। তবে রান রেটে অনেক এগিয়ে থাকার কারণে এক নম্বর অবস্থান কুমিল্লার। ৩ ম্যাচের তিনটিতেই বিজয়ী হয়ে নিট রানরেট +২.০৯৯ নিয়ে সবার শীর্ষে তারা।

৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে আছে চট্টগ্রাম। তাদের নিট রান রেট -০.০২৪। আর ৫ ম্যাচে ৬ পয়েন্ট ঝুলিতে থাকলেও -০.৪৮৭ নিট রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান বরিশালের।

ছবি: সংগৃহীত।

পয়েন্ট টেবিলে বরিশালের উন্নতিতে অধঃপতন হয়েছে ঢাকার। তিন নম্বর পজিশন থেকে চারে নেমে গেছে ৫ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করা তামিম-মাশরাফি-মাহমুদউল্লাহ রিয়াদদের ঢাকা। ৫ ম্যাচে ঢাকার সমান ৪ পয়েন্ট খুলনারও। তবে রান রেটে সামান্য পিছিয়ে তারা।

এদিকে টেবিলের তলানিতে অবস্থান সিলেট সানরাইজার্সের। ৪ ম্যাচে মাত্র ১টি জয় নিয়ে তাদের সংগ্রহ ২ পয়েন্ট। আসরে তাদের একমাত্র জয় মিনিস্টার ঢাকার বিপক্ষে। আসরের সপ্তম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে তারা হারায় ৭ উইকেটে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply