বিশ্বে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন ২০ লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে কোভিড নাইনটিন।
দিনে সর্বোচ্চ ১২শ ১৮ জনের মৃত্যু হয়েছে ভারতে। এদিন দেশটিতে শনাক্ত হয়েছে ১ লাখ ৬৪ হাজারের বেশি রোগী। দিনে সবচেয়ে বেশি, আড়াই লাখ সংক্রমণ চিহ্নিত হয়েছে যুক্তরাষ্ট্রে। মারা গেছে সাড়ে ৯শ মানুষ। ২৪ ঘণ্টায় রাশিয়ায় ১ লাখ ২৪ হাজার শনাক্তের বিপরীতে প্রাণহানি হয়েছে ৬২১ জন। এদিন ব্রাজিলে মারা গেছে চার শতাধিক রোগী।
এছাড়া ইতালি, ফ্রান্স, আর্জেন্টিনা, কলম্বিয়া, কানাডায় মৃত্যু হয়েছে ২ থেকে প্রায় ৪শ মানুষের। এ নিয়ে গেলো ২ বছরে বিশ্বে মোট প্রাণহানি হয়েছে ৫৬ লাখ ৯০ হাজারের বেশি। আর সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৭ কোটি ৭৬ লাখের বেশি।
/এডব্লিউ
Leave a reply