এক মন্দিরে ১০৬ প্রতিমা দিয়ে কালীপূজা

|

একসাথে ১০৬টি প্রতিমা দিয়ে কালীপূজা হলো ঝিনাইদহের শৈলকূপার একটি মন্দিরে।

সোমবার (৩১ জানুয়ারি) শহরের মঠবাড়ি কালী মন্দিরে রাত ৮টা থেকে উলুধধ্বনি ও ঢাকের বাজনার মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা, শেষ হয় গভীর রাতে। ২৪ জন পুরোহিত বড় পরিসরের এই পূজা পরিচালনা করেন।

মন্দিরের সেবায়েত জানান, বহু বছর আগে মঠবাড়ি মন্দিরে পূজা হতো। একসময় মন্দিরটি ধ্বংস হয়ে যায়। জায়গাটি ঢেকে যায় জঙ্গলে। দেশ স্বাধীন হওয়ার পর হিন্দু সম্প্রদায়ের লোকজন জঙ্গল পরিস্কার করে সীমিতভাবে আবারও উপাসনা শুরু করেন।

বছর বছর কলেবর বাড়তে থাকে পূজার। এবার একটি প্রধান কালী প্রতিমার পাশে ১০৫টি ছোট প্রতিমা বসিয়ে পূজা করা হয়। আরাধনায় অংশ নেন দূর দূরান্তের পুজারিরা।

পূজার অন্যতম আকর্ষণ ছিল ২০ মন দুধের পায়েস ও ২০ মন চালের খিচুরি। যা বিতরণ করা হয় ভক্তদের মাঝে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply