চূড়ান্ত নিলামের জন্য খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষ। আর সেই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ৫ ক্রিকেটার। আইপিএলের অভিজ্ঞতা থাকা সাকিব, মোস্তাফিজ ছাড়াও সেই তালিকায় আছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও লিটন দাস।
সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ধরা হয়েছে দুই কোটি রুপি। এছাড়া ৫০ লাখের ক্যাটাগরিতে রয়েছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও লিটন দাস।
আইপিএলের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছিলেন বাংলাদেশের ৯ ক্রিকেটার। চূড়ান্ত তালিকায় রয়েছে অস্ট্রেলিয়ার ৪৭, ওয়েস্ট ইন্ডিজের ৩৪, দক্ষিণ আফ্রিকার ৩৩, ইংল্যান্ডের ২৪, নিউজিল্যান্ডের ২৪, শ্রীলঙ্কার ২৩ ও আফগানিস্তানের ১৭ ক্রিকেটারের নাম।
Leave a reply