রাজশাহী ব্যুরো:
পাউরুটি কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করে তার লাইভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর মামলায় দুই মাদ্রাসাশিক্ষককে প্রবেশন আইনে সাজা দিয়ে মুক্তি দিয়েছেন আদালত।
প্রবেশনকালে তাদেরকে আদালতের নিয়োগকৃত প্রবেশন কর্মকর্তার তদারকিতে বঙ্গবন্ধুর লেখা তিনটি বই- অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন পড়তে হবে। আরও পড়তে হবে জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি ও সংকলিত বই একাত্তরের চিঠি। শর্ত পূরণ করতে না পারলে মুখোমুখি হতে হবে শাস্তির। সঙ্গে ১০টি ফলজ ও ১০টি বনজ গাছ রোপনেরও আদেশ দেয়া হয়।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বৈরতলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সালাম ও একই মাদ্রাসার সহকারী শিক্ষক গোলাম কবির।
আরও পড়ুন: চলছে আইনি লড়াই, কী আছে মালয়েশিয়া প্রবাসী পঙ্গু সামাউলের ভাগ্যে?
গত বছরের ১৭ মার্চ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বৈরতলা দাখিল মাদ্রাসায় দশ টাকা দামের পাউরুটি কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হলে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় জনস্বার্থে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ইউনুস আলী মাদ্রাসা সুপারসহ ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ মামলার তদন্ত করে একই বছরের ১৬ সেপ্টেম্বর ১১ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করে। বাকি ৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেন আদালত।
জেডআই/
Leave a reply