নাম প্রকাশ না করে যতদূর বলা যায়, মোহাম্মদ হাফিজ সেভাবেই বললেন, পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা ক্রিকেট বোঝেন না। মাত্র কয়েকদিন আগেই ক্রিকেট থেকে অবসর নেয়া পাকিস্তান ক্রিকেটের ‘দ্য প্রফেসর’ বলেছেন, রাজনৈতিক বিবেচনায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে নিয়োগ দেয়া হয়েছে। এবং যাকে এই পদে আনা হয়েছে তিনি ক্রিকেট বোঝেন না।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে বিভাগীয় এবং ব্যাংকের দলগুলো ছাঁটাই করার সিদ্ধান্তেও সন্তুষ্ট হতে পারছেন না হাফিজ। ইমরান খান, ওয়াসিম আকরামদের মতো ক্রিকেটাররাও তাদের সময়ে ঘরোয়া ক্রিকেট খেলতেন। তবে এখন এই সুযোগ সংকুচিত হয়ে পড়েছে। হাফিজের মতে, এই সিদ্ধান্তে ঘরোয়া ক্রিকেটের অনেক খেলোয়াড়ই এখন বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন এবং তাদের সামনে নেই কোনো উজ্জ্বল ভবিষ্যৎ।
জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ বলেন, পিসিবিতে চেয়ারম্যান পদে নিয়োগ প্রক্রিয়া সঠিক নয়। এর আগে, পিসিবি চেয়ারম্যান নির্বাচিত হতেন। কিন্তু এখন তা হচ্ছে না। বরং, রাজনৈতিক সর্বোচ্চ অবস্থান থেকে যার নাম বলা হয়েছে, তিনি আদতে ক্রিকেট সম্পর্কে অজ্ঞ।
প্রসঙ্গত, কোনো নির্বাচনের মাধ্যমে রমিজ রাজা পিসিবির চেয়ারম্যান পদে আসীন হননি। বরং, পদটিতে রমিজ রাজার নাম মনোনীত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
আরও পড়ুন: ক্রিকেটারদের অভিমান, মাহমুদউল্লাহ-মুশফিক-তামিমের পর মিরাজ
Leave a reply