বার্তোমেউয়ের বিরুদ্ধে বার্সা প্রেসিডেন্ট লাপোর্তার দুর্নীতির অভিযোগ

|

ছবি: সংগৃহীত

বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তোমেউ ও তার বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বর্তমান প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বার্তোমেউয়ের বোর্ডের অধীনে অবৈধ বেশকিছু আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়।

ক্লাব নিযুক্ত নিরপেক্ষ তদন্তকারী দল বার্তোমেউ ও তার বোর্ডের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে। ১১ মাস আগে লাপোর্তা বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তদন্তের উদ্যোগ নেন। আগের বোর্ডের স্বচ্ছতা যাচাই করতে নিরপেক্ষ তদন্তকারী টিম গঠন করা হয়। এই দল যে রিপোর্ট দিয়েছে তাতে বার্তোমেউ ও তৎকালীন কমিটির বিপক্ষে অনিয়মের প্রমাণ তুলে ধরা হয়েছে। দুর্নীতির অভিযোগে গত মার্চে বার্তোমেউকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তল্লাশি চালানো হয়েছিল ন্যু ক্যাম্পের অফিসে। গ্রেপ্তার হওয়ার পরদিনই অবশ্য জামিনে মুক্তি পান বার্তোমেউ।

হুয়ান লাপোর্তা বলেন, আমরা পুলিশ বা বিচারক নই। তবে বিচারের পরেই দেখা যাবে কে অপরাধী আর কে নন। তবে তদন্তে পাওয়া গেছে ক্লাবের নামে কিছু অর্থ পরিশোধ করা হয়েছে যার কোনো যৌক্তিক কারণ নেই।

আরও পড়ুন: মেসি বিহীন আর্জেন্টিনা হারাল কলম্বিয়াকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply