৬ ঘণ্টা পর কিডনি হাসপাতালে আবারও ডায়ালাইসিস শুরু

|

জাতীয় কিডনি ইনস্টিটিউট এবং হাসপাতাল

প্রায় ৬ ঘণ্টা পর জাতীয় কিডনি ইনস্টিটিউট এবং হাসপাতালে আবারও কিডনি ডায়ালাইসিস শুরু হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে শুরু হয় এই সেবা। এর আগে রাজধানীর কিডনি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনার পর সাময়িক সমঝোতা হয় ডায়ালাইসিসের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডরের।

এর আগে কিডনি হাসপাতালে ডায়ালাইসিস বন্ধের প্রতিবাদে মিরপুর সড়ক অবরোধ করে রোগীর স্বজনরা। দুপুর সোয়া একটার দিকে সড়ক অবরোধ করায় বন্ধ হয়ে যায় যান চলাচল। পৌনে দুইটার দিকে তারা সড়ক অবরোধ তুলে নেয়া হয়।

বুধবার সকালে আগারগাঁওয়ের কিডনি হাসপাতালে হঠাৎ করেই রোগীদের ডায়ালাইসিস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে রোগী ও স্বজনরা সকাল সাড়ে দশটা থেকে বিক্ষোভ শুরু করেন। সেসময় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দ্রুতই ডায়ালাইসিস কার্যক্রম শুরু হবে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের পরও ডায়ালাইসিস শুরু না হওয়ায় সড়ক অবরোধ করেন তারা। কর্তৃপক্ষের দাবি, এই হাসপাতালে ডায়ালাইসিসের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডরের পাওনা পরিশোধ না করায় ডায়ালাইসিস কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। হাসপাতালটিতে সরকারি অনুদানে কম মূল্যে নিম্নবিত্ত মানুষরা ডায়ালাইসিস সেবা নেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply