আন্দোলনের নামে যারা ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে হামলা চালিয়েছে তাদের ছাড় দেয়া হবে না জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে ভিসির বাসভবন পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, কোটা’র সঙ্গে ভিসির কোনো সম্পর্ক নেই। তারপরেও পরিস্থিতিকে ঘোলাটে করতে পরিকল্পিতভাবে তার বাসভবনে হামলা চালানো হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে এরইমধ্যে কয়েকজন হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা সরকারের সাথে সমঝোতা অনুয়ায়ী তাদের কর্মসূচি স্থগিত রাখবেন বলে আশা করেন ওবায়দুল কাদের। বলেন, সমঝোতা হওয়ার পরও যারা কোটা সংস্কারের দাবিতে কর্মসূচি পালন করছে তাদের রাজনৈতিক আদর্শ খতিয়ে দেখতে হবে।
Leave a reply