দু’বেলা ভাতের বিনিময়ে পড়াতে চেয়ে বিজ্ঞাপন দেয়া সেই আলমগীর পেলেন চাকরি

|

ছবি: সংগৃহীত

দু’বেলা ভাতের বিনিময়ে টিউশনি চেয়ে বিজ্ঞাপন দেয়া বগুড়ার আলমগীর হোসেন ওরফে আলমগীর কবির চাকরি পেয়েছেন। তার কর্মস্থলের ব্যবস্থা করে দিয়েছেন পুলিশ সুপার। এমন কাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই বলেও দাবি করেছেন আলোচিত এই যুবক।

বগুড়ার জহুরুল নগর এলাকা। দু’বেলা ভাতের বিনিময়ে টিউশনির বিজ্ঞাপন দেয়া, সেই আলমগীর হোসেনের বসবাস এখানে। সাম্প্রতিক সময়ে বেশকিছু ফেসবুক স্ট্যাটাস ঘিরেও ভাইরাল হয়েছেন তিনি।

এসবের রহস্য বা উদ্দেশ্য কী? এমন প্রশ্নের উত্তরে আলমগীরের দাবি, তিনি কেবল টিউশনি পেতেই এমন কাণ্ড ঘটিয়েছেন, অন্য কোনো উদ্দেশ্য নেই। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

আরও পড়ুন: ‘শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’

বিতর্ক তৈরি হয়েছে আলমগীরের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স পরীক্ষার ফলাফল নিয়েও। যেখানে পড়তেন সেই সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গুলশান আরা বানু অবশ্য জানিয়েছেন, সারাদেশে নয় নিজ বিভাগে প্রথম হয়েছে সে।

বুধবার (২ ফেব্রুয়ারি) পুলিশ সুপারের সাথে দেখা করেন আলমগীর। বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, দীর্ঘদিন চাকরি না পাওয়ার হতাশায় এমন বিজ্ঞাপনের কৌশল নেন তিনি।

এরইমধ্যে হতাশার অবসানও হয়েছে আলমগীরের। বগুড়ায় স্বপ্নের আউটলেটে তার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন পুলিশ সুপার।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply