পূর্ব ইউরোপে আরও সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

|

ছবি: সংগৃহীত

ইউক্রেন নিয়ে চলমান উত্তেজনার জেরে পূর্ব ইউরোপে আরও সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার পেন্টাগন নিশ্চিত করেছে এ তথ্য।

পেন্টাগন জানায়, নর্থ ক্যারোলাইনার ঘাঁটি থেকে জার্মানি ও পোল্যান্ডে পাঠানো হবে প্রায় ২ হাজার সেনা। আগে থেকে জার্মানিতে থাকা ১ হাজার সেনাকে মোতায়েন করা হবে রোমানিয়ায়।

পেন্টাগন মুখপাত্র জন কিরবি জানান, যুক্তরাষ্ট্র ও মিত্রদের কাছে ন্যাটো যে বিশেষ গুরুত্বপূর্ণ সে বিষয়ে স্পষ্ট বার্তা পাঠানো প্রয়োজন পুতিন ও বিশ্বকে।

এর আগে গত মাসে এক ঘোষণায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইউক্রেনের প্রয়োজনে প্রস্তুত থাকবে সাড়ে ৮ হাজার মার্কিন সেনা।
আরও পড়ুন: কঙ্গোয় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২৬

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply