দ্বিতীয় মেয়াদে বার্সেলোনায় ফিরলেও ইউরোপা লিগের ৩২ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি বার্সেলোনার রাইটব্যাক দানি আলভেসের। ইউরোপা লিগের নিয়ম এবং কোচের পরিকল্পনার কারণেই দলে রাখা হয়নি অভিজ্ঞ এই ফুটবলারকে।
শীতকালীন দলবদলে আসা নতুন চার ফুটবলারের মাঝে আলভেসও একজন। তবে ইউরোপা লিগে কেবল নতুন তিনজন খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার সুযোগ ছিল বার্সেলোনার সামনে। সেখানে জায়গা পেয়েছেন ফেরান তোরেস, অ্যাডাম ট্রাউরে এবং পিয়েরে এমেরিক অবামেয়াং।
কোচ জাভির আক্রমণাত্মক ফুটবলের পরিকল্পনাতেই বাদ পড়েছেন ৩৮ বছর বয়সী আলভেস। সদ্য ইংলিশ ক্লাব উলভস থেকে বার্সায় যোগ দেয়া অ্যাডাম ট্রাউরে রাইটব্যাকেও খেলতে পারেন। তাই চূড়ান্ত পরিকল্পনায় এই তিন ফুটবলারকে নিয়েই দল সাজান জাভি হার্নান্দেজ। এছাড়া ক্লাবে আর কোনো ভবিষ্যৎ না থাকার পরিস্থিতির মাঝেও ইউরোপার স্কোয়াডে জায়গা পেয়েছেন ফরাসি তারকা ওসমান ডেম্বেলে।
Leave a reply