সৌদি আরবের জাতীয় পতাকা ও সঙ্গীতে পরিবর্তন আনা হবে না

|

ছবি: সংগৃহীত

সৌদি আরবের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতে কোনো ধরনের পরিবর্তন আনা হবে না।

সৌদি শুরা কাউন্সিলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। এর আগে সৌদি আরবের জাতীয় পতাকা থেকে সরিয়ে ফেলা হচ্ছে কালেমা এবং তরবারির ছবি এমন গুজব ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে তা প্রচারও করা হয়। শুরা কাউন্সিল জানায়, জাতীয় পতাকা ব্যবহারে নতুন করে কিছু নীতিমালা গ্রহণ করা হয়েছে। যা আগে ছিল না।

এখন থেকে পতাকার অবমাননাকারীদের এক বছরের জেল কিংবা ৩ হাজার রিয়াল জরিমানা করা হবে। এছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলনের নিয়ম বেধে দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply