চালে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ- এই তথ্যে অসংগতি আছে। এমনই মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এ বিষয়ে বাস্তবতার ঘাটতি আছে বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অতি উচ্চফলনশীল হাইব্রিড ও হাইব্রিড জাতের ধানের চাষাবাদ বৃদ্ধির কৌশল’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, সরকার চালের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। এ সময় অতি উচ্চফলনশীল ধানের আবাদ বাড়ানোর ওপর গুরুত্বও দেন তিনি।
ইউএইচ/
Leave a reply