ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, অর্থ পাচার বা লবিস্ট নিয়োগ ইস্যুতে তদন্তের সক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) নেই। বিদ্যমান আইনি কাঠামোতে ইসি তদন্ত করতে পারে না। তবে অর্থপাচার বা লবিস্ট নিয়োগ ইস্যু নিয়ে যারা কাজ করে, তারা তদন্ত করে কোনো তথ্য দিলে এবং তা প্রমাণিত হলে এ বিষয়ে কমিশন ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের এক বৈঠক শেষে বিকেলে এ তথ্য জানান তিনি। প্রসঙ্গত, লবিস্ট নিয়োগে বিএনপির অর্থ পাচারের যে অভিযোগ আওয়ামী লীগ করেছে, এর জবাবে হুমায়ুন কবীর খোন্দকার এসব কথা বলেন।
ইসি সচিব জানান, বিএনপি আয়-ব্যয়ের বার্ষিক যে প্রতিবেদন দাখিল করে, কমিশন তা পরীক্ষা করে। প্রতিবেদনে লবিস্ট সংক্রান্ত কোনো তথ্য নেই। ২০১৪ থেকে ২০২০ অর্থবছরের প্রতিবেদন দেখে তিনি এ তথ্য জানিয়েছেন বলে উল্লেখ করেন।
Leave a reply