ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

|

ফাইল ছবি।

আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ হতে পারে ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল।

জানা গেছে, ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। এর আগে গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ফল প্রকাশের সময় চেয়ে প্রস্তাব দেয়।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আমরা ১১ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করা হবে। এরপর প্রধানমন্ত্রী যেদিন অনুমোদন করবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে। সেটা ১২-১৪ ফেব্রুয়ারির মধ্যেই হওয়ার সম্ভাবনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply