উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিন বিশেষ বাহিনীর এক সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছেন জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরায়েশি। খবর সিএনএনের।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমার নির্দেশনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিনি এবং আমাদের মিত্রদের রক্ষায় সফলভাবে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে বিশ্বকে নিরাপদ জায়গায় পরিণত করেছে। আমরা আইএসআইএস এর শীর্ষ নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরায়েশিকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিয়েছি। আমাদের সশস্ত্র বাহিনীকে তাদের দক্ষতা ও সাহসিকতার জন্য ধন্যবাদ জানাই। এ অভিযান থেকে সব আমেরিকানই নিরাপদে ফিরে এসেছেন।
বুধবারের ওই অভিযানটি আইএস নেতাকে নিশানা করেই চালানো হয়েছিল বলে জানান বাইডেন। অভিযানে কুরায়েশি নিহত হওয়ার খবর বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
এদিকে, কিভাবে কুরায়েশির জীবনাবসান হলো সে সম্পর্কে মার্কিন প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কুরায়েশি একটি বোমার বিস্ফোরণ ঘটান, আর এতেই তিনি ও তার পরিবারের সদস্যরা নিহত হন। অভিযানের আগে পরের লড়াইয়ে ৬ শিশু ও ৪ নারীসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার নাগরিক প্রতিরক্ষা গোষ্ঠী হোয়াইট হেলমেটস।
প্রসঙ্গত, ২০১৯ সালে আইএস নেতা আবু বকর আল বাগদাদি নিহত হওয়ার পর সিরিয়ায় এটিই ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অপারেশন। ইসলামিক স্টেটের প্রতিষ্ঠাতা বাগদাদি নিহত হওয়ার পর কুরায়েশিই ছিলেন আইএসের শীর্ষ নেতা।
/এসএইচ
Leave a reply