এক সেলফিতে তিন কুতুব। সবচেয়ে বড় কথা এদের একজন আবার কিছুআগে আরেকজনকে অবরুদ্ধ করে রাখতে চেয়েছিলেন, এমন গুঞ্জন উঠেছে। লেবানিজ প্রধানমন্ত্রী সাদ হারিরির তোলা এই সেলফিতে ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ও মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মেদ। মঙ্গলবার দিবাগত রাতে প্যারিসের কিং জর্জ ফাইভ হোটেলে
এই সেলফিতে তোলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ছবির ক্যাপশনে সাদ হারিরি লিখেছেন, ‘নো কমেন্ট’।
ছবিটি সৌদি যুবরাজের সাথে লেবানিজ প্রধানমন্ত্রীর সুসম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। অথচ গত নভেম্বরেই মঞ্চস্থ হয়েছিল জমজমাট এক নাটক। সৌদি সফরে গিয়ে সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন হারিরি। তখন লেবানিজ কর্তৃপক্ষ দাবি করেছিল হারিরিকে অবরুদ্ধ করে রেখেছে সৌদি সরকার। যদিও পরবর্তীতে পদত্যাগপত্র প্রত্যাহার করেন হারিরি। দাবি করেন। তার পদত্যাগের জন্য ইরান ও তার লেবানিজ মিত্র হিজবুল্লাহ গেরিলাদের দায়ি করেন হারিরি। বলেন তিনি গুপ্ত হত্যার আশঙ্কায় ছিলেন।
সৌদি যুবরাজ সফরের অংশ হিসেবে প্যারিসে আছেন, মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মেদ হৃদপিণ্ডের অস্ত্রোপচার শেষে বিশ্রামে আছেন সেখানে।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply