কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে নাহার পেট্রোল পাম্পের সামনের চেকপোস্টে ৮০ কেজি গাঁজা ও ৯৫ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বেলাল উদ্দিন। আটককৃতরা হলেন, মো. ওয়াসিম আকরাম (৩০), মো. নাইম হাসান (২০), মো. অহিদ মিয়া (২৮) এবং মো. কামরুল ইসলাম (৪০)।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা যায় , গোপন সূত্রে র্যাব জানতে পারে, কুমিল্লা থেকে একটি বড় মাদকের চালান নোয়াহ গাড়িযোগে কক্সবাজারে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল রামুর নাহার পেট্রোল পাম্পের সামনে চেকপোস্ট স্থাপন করে একটি নোয়াহ গাড়ি থেকে ৮০ কেজি গাঁজা, ৯৫ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করে।
পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর জন্য রামু থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
/এসএইচ
Leave a reply