করোনা মহামারিতে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। গেলো দু’বছরে দেশটিতে মৃত্যুবরণ করেন ৬ লাখের বেশি মানুষ। তাদের স্মরণে ব্যতিক্রমী আয়োজন করেছেন স্থানীয় এক শিল্পী। সাও পাওলোর সড়কে ঝুঁলিয়ে রেখেছেন সারি সারি ম্যানিকিন বা পুতুল।
যেন প্রাণহীন সারি সারি মরদেহ ঝুলছে। পোশাক ও আকৃতিতে ফুটে উঠেছে তাদের বয়স ও পরিচয়। মহামারির থাবায় হারিয়ে যাওয়া মানুষদের এভাবেই ম্যানিকিনের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন ব্রাজিলের সিরন ফ্রাঙ্কো নামের ৭৪ বছর বয়সী এক শিল্পী।
করোনায় গোটা বিশ্বে প্রাণ হারিয়েছে লাখ লাখ মানুষ। এই মৃত মানুষগুলোকে যেন স্মরণ করিয়ে দিচ্ছে ম্যানিকিনগুলো। মৃতদের সম্মানে ব্যতিক্রমী এ উদ্যোগের নাম দেয়া হয়েছে পুনর্জন্ম।
সিরন ফ্রাঙ্কো নামে ব্রাজিলের আর্টিস্ট বলেন, এই মুহূর্তে, আমাদের যা দরকার তা হলো পুনর্জন্ম, তাই নয় কী? কারণ গরীব দেশ, ধনী দেশ-সব দেশই ভুগছে এই মহামরিতে। কাজেই, এখন আমাদের চিন্তার পুনর্জন্ম ঘটানোর সময় এসেছে।
ভূমি থেকে ছয় মিটার ওপরে ইস্পাতের তারে ঝোলানো হয়েছে ৩৬৫টি ম্যানিকিন। তার ব্যতিক্রমী এ কাজ দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
অ্যানা ক্যারোলিনা মান্দিন নামের এক দর্শনার্থী বলেন, আমি বুঝতে পেরেছি, এটি মহামারির সময় মারা যাওয়া মানুষগুলোকে শ্রদ্ধা জানাতে তৈরি করা হয়েছে। আমরা এখন করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে রয়েছি। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে, যারা করোনায় মারা গেছে তাদের স্মরণ করা সত্যিই আমার জন্য খুবই আবেগপ্রবণ ছিল।
প্রসঙ্গত, করোনা যেসব দেশকে সবচেয়ে বেশি বিপর্যস্ত করেছে তাদের মধ্যে ব্রাজিল একটি। দেশটিতে এ পর্যন্ত ৬ লাখেরও বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন।
/এনএএস
Leave a reply