সু চির বিরুদ্ধে ১১তম দুর্নীতির মামলা

|

ছবি: সংগৃহীত

গৃহবন্দি রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র বিরুদ্ধে ১১তম দুর্নীতি মামলা দায়ের করলো মিয়ানমার জান্তা। বৃহস্পতিবার পুলিশ চার্জশিট গঠন করে।

যাতে উল্লেখ করা হয়, মায়ের নামে গড়ে তোলা ফাউন্ডেশনের তহবিল সংগ্রহের আড়ালে সাড়ে ৫ লাখ ডলারের ঘুষ নিয়েছেন নোবেলজয়ী সু চি। অবশ্য কবে নাগাদ মামলাটির শুনানি শুরু হবে সেই তারিখ ঘোষণা করা হয়নি। জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ছড়ানো, কোভিড নীতিমালা ভঙ্গ এবং টেলিযোগাযোগ বিধিমালা লঙ্ঘনের দায়ে এরইমধ্যে ৬ বছরের কারাদণ্ড ভোগ করছেন সু চি।

আইন অনুযায়ী, প্রত্যেক দুর্নীতি মামলার জন্য হতে পারে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড। সবগুলো অভিযোগ প্রমাণিত হলে সু চিকে দেড়শ’ বছরের ওপর কারাভোগ করতে হবে।

এদিকে, দেশের সাগাইং প্রদেশে গত কয়েকদিনে বর্বর নির্যাতন চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী। জ্বালিয়ে দিয়েছে দুটি গ্রামের প্রায় ৪ শতাধিক ঘরবাড়ি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply