আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলেন পাকিস্তানি পেসার হাসনাইন

|

ছবি: সংগৃহীত

বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলেন পাকিস্তানের তরুণ পেসার মোহাম্মদ হাসনাইন। আনুষ্ঠানিক এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

সবশেষ বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলার সময় মোহাম্মদ হাসনাইনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপর নিজ দেশ পাকিস্তানে বোলিং অ্যাকশন পরীক্ষা করান তিনি। সেখানে তার ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন ধরা পড়ে আইসিসি অনুমোদিত ল্যাবে। এরপর তা পর্যালোচনার জন্য পাঠানো হয় অস্ট্রেলিয়াতে।

এদিকে হাসনাইনের বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় তাকে পিএসএলেও নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে নিষেধাজ্ঞা মুক্ত হতে তাকে সহায়তা দেবে পিসিবি। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলে ২৯ উইকেট নিয়েছেন হাসনাইন। দেশটির হয়ে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক পাওয়া দ্বিতীয় ক্রিকেটার তিনি।

আরও পড়ুন: করোনামুক্ত হয়ে মাঠে ফিরেই লজ্জার রেকর্ড গড়লেন আফ্রিদি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply