৭৭৭ পলিটেকনিক শিক্ষকের চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবি

|

শিক্ষা অধিদফতরের স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের আওতায় মুক্তিযোদ্ধাদের সন্তানসহ ৭৭৭ জন শিক্ষকের চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের একটি সংগঠন।

সংবাদ সম্মেলনে এই প্রকল্পের ১৯ মাসের বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধেরও দাবি করেন তারা। বক্তারা বলেন, রূপকল্প ২০৪১ বাস্তবায়ন ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে কারিগরি শিক্ষা অন্যতম হাতিয়ার।

প্রধানমন্ত্রীর সুদৃঢ নেতৃত্বে কারিগরি শিক্ষার সম্প্রসারণ, মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি অত্যন্ত সফলতার সাথে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তারা। দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের এই মহাপরিকল্পনা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলেও জানান নেতারা।

বকেয়া বেতন পরিশোধ ও চাকরি রাজস্বখাতে স্থানান্তরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এই সংবাদ সম্মেলনের আয়োজন বলেও জানান তারা।

এর আগে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর না হলে আমরণ অনশনে যাওয়ার হুমকিও দিয়েছেন ওই কারিগরি শিক্ষকরা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply