ত্রিপোলিতে নিখোঁজ ৪৮ যুবক যোগ দিয়েছে আইএস’এ

|

দারিদ্র ও বেকারত্বে ত্রিপোলির যুবকরা যোগ দিচ্ছেন আইএস'এ। ছবি: সংগৃহীত

লেবাননের ত্রিপোলি শহরে গেল কয়েকমাসে নিখোঁজ হয়েছে অন্তত ৪৮ জন যুবক। তদন্ত করতে গিয়ে তাদের সম্পর্কে উদ্বেগজনক তথ্য দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

দাবি করা হয়েছে, নিখোঁজরা সবাই ইরাকে গিয়ে যোগ দিয়েছে আইএস’এ। নিখোঁজ এক ব্যক্তির করা ফোনের সূত্র ধরে এ রহস্য উদঘাটন করেন লেবাননের নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। তবে নিখোঁজদের পরিবারের অভিযোগ, তাদের সন্ধানে তেমন কোনো সহযোগিতা করছে না কর্তৃপক্ষ।

এদিকে, তরুণদের ইসলামিক স্টেটে যোগ দেয়ার ঘটনায় উদ্বেগ জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আর্থিক সংকটই বাধ্য করছে তরুণদের এ পথ বেছে নিতে। গেল কয়েক বছর ধরে তীব্র আর্থিক সংকটে রয়েছে মধ্য প্রাচ্যের দেশ লেবানন। ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি। সেই সাথে দেখা দিয়েছে নজিরবিহীন মুদ্রাস্ফীতি ও বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নানামুখী সংকট।

আরও পড়ুন: তিন বছরের বাচ্চাকে ভালুকের খাঁচায় ফেলে দিলো মা!


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply