স্কুলে শুধু ছাত্রীরাই নয় ছেলেরাও স্কার্ট পরতে পারবে। এমনটাই ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের আপিনঘ্যাম স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক রিচার্ড মেলোনি জানান, ছাত্র-ছাত্রীদের মধ্যে লিঙ্গ সমতা ফেরাতেই এই ব্যবস্থা আানা হয়েছে। কেউ যদি অন্য লিঙ্গের মতো আচরণ করতে চায়, তাহলে তাঁকে পূর্ণ সুযোগ দেওয়া হবে।
জানা যায় যে, ১৯৮৪ সাল থেকে বিট্রেনের বিভিন্ন স্কুলে লিঙ্গ ভেদে পোশাক পরার রীতি চালু রয়েছে। এখন সেই রীতি ভেঙে দিল আপিনঘ্যাম স্কুল কর্তৃপক্ষ।
তবে লিঙ্গভেদ দূর করার জন্য এই রীতি যথেষ্ট অভিনব তা মানছেন অনেকে। ছেলেরা স্কুলে স্কার্ট পরবে এই খবর যুক্তরাজ্যের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে।
Leave a reply