করোনায় একদিনে আরও ৮ হাজার প্রাণহানি

|

ছবি: সংগৃহীত

একদিনে আরও প্রায় ৮ হাজার প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। ২৪ ঘণ্টায় সংক্রমিত শনাক্ত হয়েছে ২১ লাখ ৮২ হাজার মানুষ।

প্রাণহানি আর সংক্রমণ কিছুটা কমেছে যুক্তরাষ্ট্রে। ৯৪২ জনের মৃত্যু আর ৯১ হাজারের ওপর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে দেশটিতে। প্রাণহানির দিক থেকে এদিন দ্বিতীয় অবস্থানে ছিল ভারত। মারা গেছে ৮৬৫ জন। ৮ শতাধিক মৃত্যু হয়েছে ব্রাজিলেও। ৭শ’য়ের বেশি মানুষ মারা গেছে রাশিয়ায়।

সংক্রমণ শনাক্তের দিক থেকে শনিবার (৫ ফেব্রুয়ারি) শীর্ষে ছিল ফ্রান্স। ২ লাখ ১৪ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে ভাইরাস। রাশিয়ায় করোনা পজেটিভ শনাক্তের সংখ্যা ১ লাখ ৭৭ হাজারের ওপর। জার্মানি ও ব্রাজিলেও দেড় লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। বিশ্বে মহামারিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৫৭ লাখ ৫১ হাজার। এ পর্যন্ত মোট সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় ৩৯ কোটি ৩৫ লাখ ২২ হাজার।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply