লতা দিদির শূন্যতা পূরণ করা যাবে না: মোদি

|

ছবি: সংগৃহীত

চার সপ্তাহ মৃত্যুর সাথে লড়াইয়ের পর অবশেষে হার মানলেন ভারতের কিংবদন্তি লতা মঙ্গেশকর। রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৯২ বছর বয়সী এই শিল্পী। এর আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে দিতে হয় তাকে। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা ভারত। 

লতা মঙ্গেশকরের প্রয়াণে টুইটারে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, আমি আমার ব্যথার কথা বলে প্রকাশ করতে পারব না। দয়ালু এবং যত্নশীল লতা দিদি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি আমাদের দেশে একটি শূন্যতা রেখে গেলেন যা পূরণ করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্ম তাকে ভারতীয় সংস্কৃতির একজন অকুতোভয় হিসেবে মনে রাখবে। তার সুরেলা কণ্ঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল।

আরও পড়ুন: গায়ক নয়, অভিনয়শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন লতা

তিনি আরও লেখেন, আমি লতা দিদির কাছ থেকে সবসময় স্নেহ পেয়ে এসেছি। এটাকে আমি আমার সম্মান বলে মনে করি। তার সাথে আমার আলাপচারিতা স্মরণীয় হয়ে থাকবে। লতা দিদির প্রয়াণে আমি ও আমার নাগরিকরা শোকাহত। তার পরিবারের সাথে কথা বলেছি এবং সমবেদনা জানিয়েছি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply