কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু

|

প্রথম ধাপে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের করোনার টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে মিরপুরের ৩টি মাদ্রাসার ১২ থেকে ১৭ বছরের ৭ শতাধিক শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে আজ।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দিকীয়া নূরানী মহিলা মাদরাসায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ডা. সেব্রিনা ফ্লোরা জানান, পর্যায়ক্রমে সারা দেশের সকল মাদরাসার প্রায় ৩০ লাখ শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে। এরই মধ্যে অনেকে পারিবারিকভাবে টিকা নিয়েছে। কিন্তু যারা বাকি আছে তাদের তালিকা করে সবার করোনা টিকা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

এসময় কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি বাহা উদ্দিন জাকারিয়া বলেন, এই কার্যক্রম সফল করতে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply