গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে দাম বাড়লেও সাধারণ গ্রাহকের কথা মাথায় রেখে তা সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।
রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর টিকাটুলিতে তিতাস গ্যাসের মেট্রো অফিস আকস্মিক পরিদর্শনে এসে জ্বালানি প্রতিমন্ত্রী একথা বলেন। তিতাসে দুর্নীতিবাজ কর্মচারী কর্মকর্তাদের নামের তালিকা হাতে আছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানান তিনি।
এসময় তিনি অফিসের প্রতিটা ফ্লোর ঘুরে দেখেন, সবার সাথে কথা বলেন। বিল কালেকশনের জন্য বাড়ি বাড়ি যাওয়া বন্ধ করতে অটোমেশন সিস্টেম চালু করা হচ্ছে। একই সাথে গ্যাসের অপচয় রোধে পুরো রাজধানী প্রিপেইড মিটারের আওতায় আনার কাজ চলছে বলেও জানান।
/এডব্লিউ
Leave a reply