এখন থেকে ই-কমার্স ব্যবসা করতে হলে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এ জন্য ডিজিটাল বিজনেস আইডি বা ডিবিআই অ্যাপ চালু করেছে সরকার। সকালে এর কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী আরও জানান, ই-কমার্সে আটকে থাকা অর্থ ফেরতের উদ্যোগ নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।
রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় ই-কমার্স কোম্পানি পরিচালনায় সমন্বিত আইন প্রণয়নের তাগিদ দেয়া হয়। সভায় বক্তারা বলেন, প্রতারণা বন্ধে আলাদা ই-কমার্স অধিদফতর প্রয়োজন।
অনেক প্রতিষ্ঠান গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে যথাসময়ে পণ্য দিচ্ছে না, আবার অনেকে মার্চেন্টদের পাওনা পরিশোধে গড়িমসি করছে, এমনকি বিদেশেও চলে গেছেন অনেক উদ্যোক্তা। এসব প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ডিজিটাল নিবন্ধন চালু হলে ই-কমার্স খাতে অনেকাংশ অনিয়ম কমবে। প্রথম দিনেই ১১টি প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ দেয়া হয়।
/এডব্লিউ
Leave a reply