হাজারতম ম্যাচে উইন্ডিজকে উড়িয়ে দিলো ভারত

|

ছবি: সংগৃহীত।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে এই ফরম্যাটের ইতিহাসে নিজেদের ১০০০তম ম্যাচ স্মরণীয় করে রাখল ভারত। পুরোদস্তর অধিনায়ক হিসেবে রোহিত শর্মারও এটি প্রথম জয়।

টস হেরে প্রথমে ব্যাট করে ৪৩.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৭৬ রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের দেয়া ১৭৭ রানের লক্ষ্য ২২ ওভার হাতে রেখেই টপকে যায় রোহিত শর্মার দল।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা একদম ভালো হয়নি হয়নি উইন্ডিজের। ৭৯ রানে টপ অর্ডারের ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। এরপর ৭৮ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন জেসন হোল্ডার ও ফাবিয়ান অ্যালেন। সর্বোচ্চ ৫৭ রানের ইনিংসে খেলে সাজঘরে ফেরেন হোল্ডার। হোল্ডারের সেই রানেই ১৭৬ রানের পুঁজি পায় সফরকারীরা। ভারতের পক্ষে ৪ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল।

১৭৭ রানের জবাবে ইশান কিশানকে সঙ্গে নিয়ে ওপেনিংয়েই ৮৪ রানের জুটি গড়েন অধিনায়ক রোহিত শর্মা। ৬০ রান করে ফেরেন রোহিত। এরপর দ্রুত আরও তিন উইকেট হারালেও দলের জয় নিশ্চত করে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব (৩৪) ও দীপক হুদা (২৬)। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন যুজবেন্দ্র চাহাল।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply