একমাস পর আবারও দিনে ছয় হাজারে নামলো করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা। সারাবিশ্বে মহামারিতে মোট প্রাণহানি ৫৭ লাখ ৫৮ হাজারের ওপর।
রোববার (৬ ফেব্রুয়ারি) করোনায় সর্বোচ্চ প্রাণহানি দেখেছে ভারত। দেশটিতে ৮৯৭ জনের মৃত্যু এবং ৮৩ হাজার নতুন সংক্রমিতের তথ্য লিপিবদ্ধ করা হয়। এদিন, সংক্রমণ শনাক্তের শীর্ষে ছিল রাশিয়া। দেশটিতে এক লাখ ৮০ হাজারের ওপর মানুষের দেহে নতুনভাবে মিললো করোনা। মারা গেছেন ৬৬১ জন।
ফ্রান্সে দিনে দেড় লাখের বেশি এবং জার্মানিতে সোয়া লাখের কাছাকাছি মানুষের দেহে শনাক্ত হয় ভাইরাসটি। রোববার, যুক্তরাষ্ট্রে প্রাণ হারান ৩৭৪ জন, শনাক্ত হয় ৫০ হাজারের ওপর সংক্রমণ। যা, ছয় মাসের মধ্যে সর্বনিম্ন। বিশ্বে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে সাড়ে ৩৯ কোটি বেশি সংক্রমণ।
/এনএএস
Leave a reply