তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

|

সাভার আশুলিয়ার বিরুলিয়া ব্রিজ থেকে মিরপুর বড় বাজার পর্যন্ত তুরাগ নদীর তীরে অবৈধ স্থাপনা অপসারণ করছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অভিযান পরিচালনা করছেন বিআইডব্লিউটিএ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শোভন বাংসার। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে এ অভিযান শুরু হয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ ঢাকা নদী বন্দরের (সদরঘাট) যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, সকাল ১১টায় বিরুলিয়া ব্রিজ থেকে অভিযান শুরু হয়। এ সময় তুরাগ নদীর পাড়ে তথা নদীর সীমানা প্রাচীরের ভেতর থাকা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হচ্ছে।

এই অভিযানে উচ্ছেদকৃত সকল মালামাল নিলাম করে দেয়া হচ্ছে। বিকেল পর্যন্ত অভিযান চলবে। তবে, তুরাগ নদীর দু’পাশে সীমানা দখল করে কেউ ছাড় পাবে না বলেও জানান তিনি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply