বাবুল সুপ্রিয়কে হত্যাচেষ্টার অভিযোগ, হামলাকারী আটক

|

ছবি: সংগৃহীত।

ভারতীয় সঙ্গীত শিল্পী ও তৃণমূল কংগ্রেসের নেতা বাবুল সুপ্রিয়কে জনসম্মুখে ধারালো অস্ত্র দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বাবুল। এ নিয়ে রোববার (৬ ফেব্রুয়ারি) একাধিক টুইটবার্তা প্রকাশ করেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

বাবুল জানান, গোয়ায় নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন তিনি। সেখানে হঠাৎই এক দুষ্কৃতকারী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। বাবুল টুইটারে বলেন, আমি একাই হামলাকারীকে শায়েস্তা করতে পারতাম। তবে সাথে সাথেই পুলিশ এসে তাকে আটক করে। অবশ্য এখনও এ ঘটনার কোনো লিখিত অভিযোগ করেননি বাবুল।

টুইটারে বাবুল লেখেন, গোয়ার স্থানীয় একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত দুষ্কৃতকারী আমার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। নিরাপত্তাক্ষীদের জন্য আমি রক্ষা পেয়েছি। কংগ্রেস ও বিজেপির মতো দুই জাতীয় দলের সাথেই যোগসাজশ রয়েছে ওই দলটির।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply