করোনা টিকার জন্য এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

|

এখন পর্যন্ত সাড়ে ২৭ কোটি টিকা পাওয়া গেছে। আরও ১০ কোটির মতো টিকা হাতে রয়েছে। টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আড়াই হাজারের মতো। এর মধ্যে ঢাকা বিভাগেই ভর্তি আছে দেড় হাজারের মতো রোগী।

করোনা টিকার প্রথম ডোজ ১০ কোটি ও ৭ কোটি মানুষকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের আরও দেড় কোটির মতো টিকা দেয়া হয়েছে।

এসময় সকলকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান জাহিদ মালেক।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply