‘বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সব বিষয়গুলো নিয়মের মধ্যে আনতে হবে’

|

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ফাইল ছবি

বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সার্বিক বিষয়গুলো নিয়মের মধ্যে আনতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সার্বিক বিষয়গুলো নিয়মের মধ্যে আনতে হবে। শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেয়া যাবে না। প্রয়োজনে তারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে যেতে পারবেন। তাদের জন্য অনলাইনে সেবা আরও সহজ করতে হবে।

সচিব জানান, দেশেও বড় বড় প্রকল্প হচ্ছে। সেখানেও শ্রমিকরা যাতে কাজ করতে পারে সে বিষয়েও গুরুত্ব দিতে বলেছেন প্রধানমন্ত্রী। এছাড়া বনশিল্প উন্নয়ন করপোরেশন আইন-২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদনসহ বেশ কয়েকটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply