দেশে করোনা টিকা কার্যক্রমের এক বছর

|

করোনা টিকা কার্যক্রমের এক বছর পূর্ণ হলো আজ। গত বছরের ৮ ফেব্রুয়ারি দেশে শুরু হয়েছিল টিকা কার্যক্রম।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর বিভিন্ন টিকাকেন্দ্রে ভিড় দেখা যায়। প্রথম ও দ্বিতীয় ডোজের পাশাপাশি বুস্টার ডোজও দেয়া হচ্ছে কেন্দ্রগুলোতে।

সাধারণ মানুষ ছাড়াও শিক্ষার্থী ও বিদেশে যেতে ইচ্ছুক মানুষদেরও টিকা দেয়া হচ্ছে। ঝামেলামুক্তভাবে টিকা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ। রাজধানীর বিভিন্ন টিকা কেন্দ্র থেকে জানানো হয়, আগের তুলনায় মানুষের মাঝে সচেতনা বেড়েছে। টিকা গ্রহণে মানুষের আগ্রহ তাই প্রমাণ করে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply