ইলিয়াস কাঞ্চনকে শপথ পড়ানো নিয়ে মুখ খুলেছেন মিশা সওদাগর

|

মিশা সওদাগর গণমাধ্যমকে জানিয়েছেন, গতকাল রোববার (৬ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠান ছিল, তিনি তা জানতেন না। ইলিয়াস কাঞ্চন যেতে বলায় তিনি সেখানে গিয়েছিলেন বলে উল্লেখ করেন।

শিল্পী সমিতির এ প্রাক্তন সভাপতি বলেছেন, উনাকে (ইলিয়াস কাঞ্চন) সম্মান করি, তাই তার কথায় গিয়েছিলাম। আসার পর বললেন, নির্বাচন কমিশনার নিয়ে যেহেতু ঝামেলা আছে শপথ পড়াতে হবে। তাই শুধু ইলিয়াস কাঞ্চন ভাইকে শপথ পড়িয়েছি। নিপুণসহ অন্যদের শপথ পড়াইনি। সেখানে যাওয়ার পর আলমগীর ভাইসহ অনেকেই ছিলেন। শপথে না যাওয়ার কোনো কারণ নেই।

রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসির উন্মুক্ত প্রাঙ্গণে শপথ অনুষ্ঠানে অংশ নেয়নি সম্প্রতি অনুষ্ঠিত শিল্পী সমিতি নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিতরা। কিন্তু মিশা সওদাগর নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করালে অনেকে অবাক হন। এ প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

সবার শপথ গ্রহণ শেষে ইলিয়াস কাঞ্চনের উদ্দেশে মিশা সওদাগর বলেন, আপনি আলোকিত মানুষ। আপনার আলোয় শিল্পী সমিতিকে আলোকিত করবেন। এখানে সবাই আসলে খুশি হতাম। ভবিষ্যতে সবাই যেন আসে, সেই ব্যবস্থা আপনি করবেন।

সভাপতি পদে নিজে হেরে যাওয়ায় কোনো অভিযোগ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে মিশা সওদাগর বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আগেই বলেছিলাম, পরাজিত হলেও কাঞ্চন ভাইয়ের সঙ্গে কাজ করব।

শিল্পী সমিতির নির্বাচনের পর সাধারণ সম্পাদক পদ নিয়ে চলমান ঘটনার প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মিশা সওদাগর। তবে দ্রুত এ বিষয়ে সমাধান আসবে, এমনটা আশা করছেন তিনি।

আরও পড়ুন: হাইকোর্টের আদেশের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন নিপুন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply