প্রেমে ব্যর্থ হয়ে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

|

প্রীতম কুমার সিংহ।

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:

প্রেমে ব্যর্থ হয়ে টাঙ্গাইলের মধুপুরে প্রীতম কুমার সিংহ (২১) নামের এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সাথী সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত প্রীতম কুমার সিংহ পৌর এলাকার উত্তম কুমার সিংহের ছেলে। সে ঢাবির চারুকলা বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সে মধুপুরের নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।

পারিবারিক সূত্র জানায়, প্রেমে ব্যর্থ হয়ে রোববার দিবাগত মধ্য রাতে অ্যামোনিয়াম সালফেট নামক (গ্যাস ট্যাবলেট) সেবন করেন। স্বজনরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে ময়মনসিংহ নেয়ার পথেই তার মৃত্যু হয়। পরে বাড়িতে ফিরিয়ে এনে আজ বিকেলে মধুপুর কেন্দ্রীয় শ্মশানে তার দাহ সম্পন্ন করা হয়।

মধুপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু আকন্দ জানান, প্রেম গঠিত কারণে সে আত্মহত্যা করেছে বলে শুনেছি। প্রীতম তার আত্মীয় টাঙ্গাইলের কুমুদিনী কলেজের এক শিক্ষার্থীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি ওই ছাত্রীর অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় দুঃখে কষ্টে অ্যামোনিয়াম সালফেট ট্যাবলেট খায়।

এ ব্যাপারে মধুপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন বলেন, বিষয়টি আমরা শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply