গত ২০ বছরে প্রথমবারের মতো রাশিয়া সফরে যাচ্ছেন পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী। ইমরান খানের আসন্ন মস্কো সফরকে তাই ঐতিহাসিক বলছেন বিশ্লেষকরা। তারা জানিয়েছে, গত দুই দশকের মধ্যে ইমরানই একমাত্র পাকিস্তানি প্রধানমন্ত্রী যিনি মস্কো সফরে যাচ্ছেন। খবর দ্য ডনের।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এ তথ্য নিশ্চিত করেছেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি জানান, চলতি মাসেই প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে যাচ্ছেন ইমরান খান। এ সফরের মাধ্যমে রাশিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও নিবিড় হতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক, আফগানিস্তান পরিস্থিতি, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং দুদেশের এর গ্যাস লাইন সংযোগসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলেও জানান তিনি।
দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশক পর পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে রাশিয়া যাচ্ছেন। এর আগে সর্বশেষ ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মস্কো সফর করেন। এর মাস খানেকও পরই এক অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা দখল করেন দেশটির তৎকালীন সেনা প্রধান পারভেজ মোশাররফ।
প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে মস্কো-ইসলামাবাদ দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি এবং শক্তিশালী করতে প্রচেষ্টা চালিয়েছে দুপক্ষই। এর অংশ হিসেবেই ২০১৪ সালে পাকিস্তানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যহার করে রাশিয়া। চলতি মাসে ইমরান খানের সফরের মাধ্যমে সে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা দেশটির কূটনৈতিকদের।
/এসএইচ
Leave a reply