সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলন নতুন মোড় নিয়েছে। বুধবার দুপুরে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, সরকারি চাকরিতে কোনো ধরনের কোটা থাকছে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের একথা জানিয়েছেন। পরে মধুর ক্যান্টিনে এ নিয়ে প্রেস ব্রিফিং করেন তারা।
তবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা আসার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র আহ্বায়ক হাসান আল মামুন যমুনা অনলাইনকে জানান, আমরা ছাত্রলীগ নেতাদের বক্তব্য শুনেছি। কোনো ধরনের আশ্বাসের ওপর নির্ভর করে আমরা আন্দোলন থেকে সরে আসছি না। আমরা প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা চাই।
প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণার দিকেই এখন তাকিয়ে আছেন শিক্ষার্থীরা।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply