আফগানিস্তানের বিভিন্ন কারাগারে বিনা বিচারে আটক কয়েদিরা মানবেতর দিন কাটাচ্ছে। বন্দীদের মধ্যে আছে অনেক শিশু-কিশোরও। কবে তাদের আদালতে তোলা হতে পারে তা জানে না কেউই। এভাবে চরম অনিশ্চয়তায় কাটছে দিনের পর দিন।
পশ্চিম আফগানিস্তানের হেরাত কারাগারে প্রবেশের অনুমতি দেয়া হয় স্কাই নিউজের এক সাংবাদিককে। যদিও পরিদর্শনের সময় তার সাথে ছিলেন কারাপ্রধান ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেখানে গিয়েই এমন দৃশ্যের সাক্ষী হয়েছেন তিনি।
পরিদর্শনকালে স্কাই নিউজের ক্যামেরায় ধরা পরে কারাবন্দীদের মানবেতর দিনযাপন। একেকটি ছোট কক্ষে আটকে রাখা হয়েছে ধারণক্ষমতার কয়েকগুণ আসামি। যাদের মধ্যে রয়েছে প্রশাসনের সাবেক কর্মকর্তা-কর্মচারি। এছাড়া চুরি, ব্যাভিচার, ঋণ পরিশোধে ব্যর্থতার মতো অপরাধেও ধরা হয়েছে অনেককে। বন্দীদের মধ্যে আছে গণমাধ্যমকর্মীরাও।
বয়স্কদের পাশাপাশি কারাগারটিতে বহু শিশু-কিশোরকেও আটকে রাখা হয়েছে। ছোটখাটো অপরাধে আটক এসব বন্দী জানে না কবে মুক্ত আলো-বাতাসের দেখা মিলবে।
এদিকে কারাবন্দীদের খবর সংগ্রহ করতে গিয়ে নতুন এক তথ্যের সন্ধান পেয়েছেন স্কাই নিউজের সাংবাদিক। চার মাসের বেশি সময় ধরে নিখোঁজ হেরাতের নারী কারাগারের সাবেক গভর্নর আলিয়া আজিজি। এজন্য তালেবান গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছেন তার স্বামী হেরাত কারাগারের কারাপ্রধান মোহাম্মদ নবী খলিল।
জেডআই/
Leave a reply