আফগানিস্তানে আইএস নেতার তথ্য দিলেই মিলবে ১ কোটি ডলার পুরস্কার

|

ছবি: সংগৃহীত।

আফগানিস্তানে সক্রিয় জঙ্গিসংগঠন আইএস’র শাখা আইএস-কে এর নেতা সানাউল্লাহ গাফারিকে ধরতে বিশাল অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই নেতার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিলেই মিলবে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার। খবর আল জাজিরার।

সেই সাথে গত বছরের ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতার বা দোষী সাব্যস্ত করতে সহায়তা করবে এমন যেকোনো তথ্য দিলেও মিলবে এই অর্থ। ওই দিন তালেবানের ভয়ে দেশত্যাগ করার জন্য কাবুল বিমানবন্দরে ভিড় করে বহু মানুষ। সেই ভিড়ের মধ্যেই আত্মঘাতী বোমাহামলা চালায় আইএস-কে। এতে ১৩ মার্কিন সেনাসহ নিহত হন শতাধিক মানুষ।

ওয়াশিংটনের তথ্যমতে, আল-মুহাজির শাহাব নামে পরিচিত সানাউল্লাহ গাফারি ২০২০ সালের জুনে আইএস-কে এর প্রধান নিযুক্ত হয়েছেন। তিনিই আফগানিস্তানজুড়ে আইএস-কে এর সব কার্যক্রম অনুমোদন এবং অপারেশন পরিচালনার জন্য অর্থায়নের ব্যবস্থা করেন। গত নভেম্বরে তাকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply