সার্চ কমিটি সম্পূর্ণ নিরপেক্ষ, এমন মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে নামের তালিকা চেয়ে চিঠি দেয়া হবে। আগামী শনি (১২ ফেব্রুয়ারি) ও রোববার (১৩ ফেব্রুয়ারি) ৬০-৬৫ জন বিশিষ্ট নাগরিকের সাথে এ নিয়ে বৈঠক হবে।
সার্চ কমিটি ইতোমধ্যে ইসি গঠনের জন্য যোগ্য ও আগ্রহীদের কাছে নাম চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। জ্যেষ্ঠ সাংবাদিক এবং যেসব গণমাধ্যমকর্মী যারা নির্বাচন কমিশন সংক্রান্ত সংবাদ সংগ্রহ করেন তাদের সঙ্গেও সার্চ কমিটি বৈঠকে বসতে পারে।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ১৭ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুমোদন দেয়া হয়। গত ২৭ জানুয়ারি বিলটি জাতীয় সংসদে পাসের পর ২৯ জানুয়ারি রাষ্ট্রপতি আইনটিতে সম্মতি দেন। ৩০ জানুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২’ গেজেট আকারে প্রকাশ করা হয়।
/এসএইচ
Leave a reply