ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

|

ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন তিন ফিলিস্তিনি। মঙ্গলবার পশ্চিম তীরের নাবলুস শহরে একটি গাড়িতে এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যা করা হয় তাদের। এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ)।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, নাবলুস শহরে একটি গাড়িতে সরাসরি গুলি করে ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি প্রাণ হারান। নিহতরা হলেন, আশরাফ মুবাসলাত, আদম মাবরুক ও মোহাম্মদ দাখিল। দখলকৃত পশ্চিমতীরে মঙ্গলবারই তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়।

উদ্দেশ্যপূর্ণ হত্যাকাণ্ডকে ‘ঘৃণ্যতম অপরাধ’ আখ্যা দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। জানায়, হামলার ধরন দেখেই বোঝা যায় ইসরায়েলি সেনাদের মূল লক্ষ্যই ছিল গাড়িটি। গুলিতে যানটি পুরোপুরি ঝাঁঝরা হয়ে গেছে। হাসপাতালে নেয়া ৩ ফিলিস্তিনির মরদেহ দেখেও একই মন্তব্য করেছেন চিকিৎসকরা।

ইসরায়েলের দাবি, নিহত ৩ জনই ছিলেন চরমপন্থী দলের সদস্য। এমনকি অভিযান চালানোর সময় তাদের গাড়িতে ছিল মারণাস্ত্র। সেগুলো ব্যবহারের আগেই গুলি ছোড়া হয় বলেও দাবি ইসরায়েলের।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply