অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাজী সেলিমকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা বহাল রেখে হাইকোর্টের দেয়া রায় প্রকাশিত হয়েছে।
এর আগে সংক্ষিপ্ত রায়ে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড এবং প্রায় ২৬ কোটি টাকা মূল্যের যে সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছিল। রায়ের কপি হাতে পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়া হয়। অন্যথা জামিননামা বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারিরও নির্দেশ দেন হাইকোর্ট বেঞ্চ।
এ মামলায় হাজী সেলিমের স্ত্রী গুলশান আরার করা আপিলটি তার মৃত্যু হওয়ায় বাদ দেয়া হয়েছে। তবে প্রয়াতের নামে থাকা যেসব সম্পদ রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছিল, তা বলবৎ থাকবে। হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা গত ৩০ নভেম্বর মৃত্যুবরণ করেছেন। মামলায় হাজী সেলিম জামিনে ছিলেন। আপিল বিভাগের নির্দেশের প্রায় ৫ বছর পর গত বছর ৯ নভেম্বর দুদক হাজী সেলিমের আপিল দ্রুত শুনানির জন্য হাইকোর্টে আবেদন করে। এরপর গতকাল পুনঃশুনানি করে রায় দেন আদালত।
Leave a reply