পুঁজি সংকট ও লবণের দাম বৃদ্ধিতে চরম মন্দাভাব বিরাজ করছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চকবৈদ্যনাথে। উত্তর এবং দক্ষিণাঞ্চলের ৩৫টি জেলার চামড়া আসে এই আড়তে। বছরের এই সময় ক্রেতা-বিক্রেতাদের হাঁক-ডাকে মুখরিত থাকত বিভিন্ন আড়ত। কিন্তু এবার সেখানে বিরাজ করছে স্থবিরতা।
নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার। এখানে ছোট-বড় মিলিয়ে রয়েছে দুই শতাধিক আড়ত। প্রতি বছর কোরবানী ঈদের সময় দেশের মোট চামড়ার ৫০ ভাগ চামড়া পাঠানো হয় রাজধানীর ট্যানারিগুলোতে।
আরও পড়ুন: পিটিয়ে নিজের ভাইকে মেরেই ফেললেন নবনির্বাচিত ইউপি সদস্য
বছরের এই সময়ে প্রতিদিন যেখানে ১০ থেকে ১২ ট্রাক চামড়া লোড-আনলোড হতো, সেখানে তা নেমে এসেছে শুন্যের কোটায়। পুঁজি সংকট, লবণের দাম বৃদ্ধিতে আড়তে মন্দাভাব বিরাজ করছে। অন্য জেলা থেকে আসছে না চামড়া। যাচ্ছে না ঢাকার ট্যানারীগুলোতে।
ব্যাবসায়ীরা জানান, ঢাকার ট্যানারী মালিকদের কাছে ৬৫ কোটি ঢাকা বকেয়া পড়ে থাকায় তারা পুঁজি সংকটে রয়েছেন। চামড়া বাজারের মন্দাভাব কাটিয়ে উঠতে সরকারের নীতি সহায়তা চেয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও আড়তদাররা।
এসজেড/
Leave a reply