পানির মূল্য তিনগুণ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে ওয়াসা। এর প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটি।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। ওয়ার্কার্স পার্টির মহানগরের নেতাকর্মীরা এতে অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে একাত্মতা জানান মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও নগরবাসী।
মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন, ওয়াসার পানির দাম বৃদ্ধিক অযৌক্তিক। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ওয়াসা ভবন ঘেরাও, স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।
এসজেড/
Leave a reply