ভারতীয় জাল রুপী চক্রের চার সদস্য গ্রেফতার

|

ভারতীয় জাল নোট পাচারকারী সদস্যের গ্রেফতারকৃত চার সদস্য।

ভারতীয় জাল রুপী চক্রের চারজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। দুই দিনের অভিযানে ডেমরা ও হাজারীবাগ থেকে তাদের গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে ১৫ লাখ জাল ভারতীয় রুপীর ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা জানায়, দীর্ঘদিন যাবৎ পাকিস্তান থেকে আন্তর্জাতিক চক্রের মাধ্যমে ভারতীয় জাল রুপী কৌশলে ঢাকায় নিয়ে আসতো। বিভিন্ন পণ্যের ভেতর, ব্যক্তি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এলাকা দিয়ে তা পাচার করা হতো ভারতে। গ্রেফতারকৃত আমানউল্লাহ ভূঁইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (সুনামগঞ্জ জেলা) গাড়ি চালক। আরেকজন কাজল রেখা আমান উল্লাহর দ্বিতীয় স্ত্রী।

উদ্ধারকৃত ভারতীয় জাল নোট ও মোবাইল ফোন।

ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার জানান, গোয়েন্দা বিভাগের একাধিক টিম রাজধানীর ডেমরা এবং হাজারীবাগ এলাকায় গত ৭ ও ৮ তারিখ ধারাবাহিক অভিযান চালিয়ে ভারতীয় রুপি ‘সুপারনোট’ কারবারের আন্তর্জাতিক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে। সেই সাথে ১৫ লাখ জাল ভারতীয় রুপী এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাচারকারী চক্রের চার সদস্য হচ্ছেন আমানউল্লাহ ভূঁইয়া, তার স্ত্রী কাজল রেখা, ইয়াসিন আরাফাত ওরফে কেরামত, নোমানুর রহমান খান।

আরও পড়ুন: বিচার শুরু নাসির-তামিমার, অব্যাহতি দেয়া হলো শাশুড়িকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply