সাবমেরিনে পাচারকালে চার টন কোকেনের বিশাল চালান উদ্ধার

|

ছবি: সংগৃহীত

সাবমেরিনে মাদক পাচারকালে চার টন কোকেনের বিশাল চালান উদ্ধার করেছে কলোম্বিয়া নৌবাহিনী। গত সোমবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় কর্তৃপক্ষ।

কলম্বিয়ার নৌ কর্তৃপক্ষ জানায়, নিয়মিত টহলকালে নৌযানটিতে শনাক্ত করে নৌবাহিনী। পরে গতিপথ অনুসরণ করে সাবমেরিনটির পথ রুদ্ধ করে বাহিনীর সদস্যরা। তল্লাশি চালিয়ে ২০০টি বস্তা থেকে প্রায় ৪ টন কোকেন উদ্ধার করেন তারা। গ্রেফতার করেন পাচারের সাথে জড়িত ৪ মাদক কারবারীকেও। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য ১৫ কোটি মার্কিন ডলার।

ছবি: সংগৃহীত

মাদক চোরাকারবারীদের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত লাতিন দেশ কলোম্বিয়া। বেশ কয়েকবছর ধরে মাদকবিরোধী অভিযান চালালেও এখনও কোকেনের অন্যতম উৎপাদক দেশ এটি।

আর পড়ুন: স্ত্রীকে ছোড়া গুলিতে প্রাণ গেলো প্রেমিকার!


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply